Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০২২

ইনোভেশন শোকেসিং এবং শ্রেষ্ঠ ইনোভেটর পুরস্কার প্রদান ২০১৯


প্রকাশন তারিখ : 2019-05-12

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই এর সহযোগীতায় ইনোভেশন শোকেসিং এবং শ্রেষ্ঠ ইনোভেটর পুরস্কার প্রদান ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিভাগের সচিবের রুটিন দায়িত্বে অতিরিক্ত সচিব (প্রশাসন ও বাজেট) ও চীফ ইনোভেশন অফিসার জনাব নাসরীন আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. এম মিজানুর রহমান, মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড); জনাব মোহাম্মাদ পারভেজ হাসান, লোকাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট (উপসচিব), এটুআই প্রোগ্রাম; ইনোভেশন শোকেসিং ২০১৯ এ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং আওতাধীন দপ্তর/ সংস্থার ২৬ টি ইনোভেশন শোকেসিং করা হয়।শোকেসিং হতে ৪টি শ্রেষ্ঠ ইনোভেশন কে পুরস্কার প্রদান করা হয়।

১ম স্থান= আরডিএ, বগুড়া কর্তৃক ইনোভেশন-গ্রামীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে আধুনিক নাগরিক সুযোগ সম্বলিত সমবায়ভিত্তিক পল্লী জনপদ,

২য় স্থান= সমবায় অধিদপ্তর কর্তৃক ইনোভেশন-অনলাইন অফিস ব্যবস্থাপনা,

৩য় স্থান= বার্ড কুমিল্লা কর্তৃক ইনোভেশন-ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনা সহজীকরণ,

৪র্থ স্থান= এসএফডিএফ কর্তৃক ইনোভেশন-ক্ষুদ্রঋণ ও সঞ্চয় স‌ম্পর্ক‌ি‌ত অফিস আটোমেশন কার্যক্রম ।